শীত মৌসুমে দেশে করোনার পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
আসন্ন শীত মৌসুমে করোনা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখতে সরকার সব ব্যবস্থা নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সকলের আন্তরিক সহযোগিতার জন্যই এটি সম্ভব হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস- বিএবি নেতারা অনুদান দিতে গেলে গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় ব্যাংক যেন ভালোভাবে চলে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে বিএবি নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোববার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ১৬৫ কোটি ৬০ লাখ টাকার অনুদান প্রদান করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস, খাদ্য মন্ত্রণালয়সহ ৮টি প্রতিষ্ঠান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে অর্থনীতি সচল রাখতে বিশেষ প্রণোদনাসহ বেশকিছু পরিকল্পনা গ্রহন করেছিলো সরকার।
করোনাসহ দেশের যে কোন দুর্যোগ মোকাবিলায় ব্যাংকগুলোকে পাশে পেয়েছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি প্রাইভেট ব্যাংক অনুমোদন দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানে সুযোগ হয়েছে।
এছাড়া করোনা মোকাবিলায় সকলের আন্তরিক সহযোগীতা ছিলো জানিয়ে সামনের পরিস্থিতির জন্য প্রস্তুতির তাগিদ দেন সরকার প্রধান।























