শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকাসহ সারা দেশের সাধারণ মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশের সাধারণ মানুষ।এছাড়া দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হয়েছে।
টানা শীতে চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। এদিকে আজ থেকে শুরু হয়েছে আরেক দফা শৈত্যপ্রবাহ। রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। পাশাপাশি দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে।ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে শুক্রবার বিকেল থেকেই হয় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া অধিদফতর জানায়, মাঝরাত থেকে রোববার সকাল এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।যা চলবে কমপক্ষে তিন থেকে পাঁচদিন।এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার প্রকোপ।ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল।