শীতে কয়েকদিন ধরে শিশুদের ডায়রিয়া সহ শীত জনিত রোগীর প্রকোপ বেড়েছে

- আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতে কয়েকদিন ধরে শিশুদের ডায়রিয়া সহ শীত জনিত রোগীর প্রকোপ বেড়েছে। শীত জনিত কারনে রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছেন রোগীর স্বজনরা। রোটা ভাইরাসের প্রভাবে শীতের হিমেল হাওয়ার কারনে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই অভিভাবকদের বাড়তি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
শীতের বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে সারাদেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডায়ারিয়া সহ ঠান্ডাজনিত রোগ। বাদ নেই সিরাজগঞ্জ। জেলার উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। এক বছরের কম বয়সের শিশু রোগীর সংখ্যাই বেশি।
শীতের এই সময় শিশুদের পরিস্কার পরিচ্ছন্ন করে রাখার ওপর জোর দিলেন চিকিৎসকরা। সচেতন থাকতে বললেন খাদ্যের বিষয়ে। হাসপাতাল পরিস্কার পরিছন্নতা ও শীতের সময়ে শিশু রোগীদের কম্বল না পাওয়ার অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের।
রোগীরদের কম্বল না পাওয়ার অভিযোগের কথা স্বীকার করে খুব দ্রুতই এই সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। রোগীদের অবস্থা খারাপ হলে চিকিৎসকের শরনাপন্ন হতে পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের।