শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলা গুলোতে

- আপডেট সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলাগুলোতে। আকাশে ঘন কুয়াশা থাকায় দেখা মিলছে না সূর্যের। আরও কয়েকদিন এ অবস্থা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গরম পোশাক কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে, শীত বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
শীত আসতেই গাইবান্ধায় শিশু ও বয়স্কদের মধ্যে দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগ। গত এক সপ্তায় প্রায় শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের চাপে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য বরাদ্দ ২০টি বেডে জায়গা না হওয়ায় শিশুদের মেঝে ও সিঁড়িতে রাখা হয়েছে। তারা বেশির ভাগই জ্বর, সর্দ্দি, হাঁচি-কাশি, কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত।
তবে, আতংকিত না হয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচেতন হওয়ার পরামর্শ দেন, চিকিৎসক।
এদিকে, দিনাজপুরে গেল দু’দিন ধরে সূর্য্যের দেখা নেই। তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ছে শীতের প্রকোপ।
গত কয়েকদিন ধরে বয়ে চলা হিমেল হাওয়ায় কুড়িগ্রামে শীত জেঁকে বসতে শুরু করেছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও, সন্ধ্যা নামার সাথে সাথে কমে যায়। এ অবস্থা চলে সকাল পর্যন্ত। এতে করে বেশি কষ্টে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।