শিল্পকলা একাডেমির উদ্দ্যোগে জয়পুরহাটে ‘রক্তে বহে তুলসীগঙ্গা’ নাটক মঞ্চায়িত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
শিল্পকলা একাডেমির উদ্দ্যোগে স্বাধীনতার সুবর্ণযয়ন্তী উদযাপন উপলক্ষে ‘গণহত্যা’ নিয়ে ‘রক্তে বহে তুলসীগঙ্গা’ নাটক মঞ্চায়িত হয়েছে।
গেল রাতে জয়পুরহাটে নাটকটি মঞ্চায়িত হয়। ২৪ এপ্রিল ১৯৭১ সালে সারাদেশের মতো জয়পুরহাট জেলাতেও পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করে জনসাধারণকে। শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত বম্বু ইউনিয়নের কড়ই-কাদিপুর যার সাক্ষী। রাজাকার-দালালদের সহযোগিতায় গ্রামে আগুন দিয়ে নির্বিচারে হিন্দুসহ অনান্য সম্প্রদায়ের প্রায় ৩শ’ ৬১ জনকে নৃশংসভাবে হত্যা করে, মূলত এই গণহত্যা নিয়েই ‘রক্তে বহে তুলসীগঙ্গা’ নাটকের মূল প্রতিপাদ্য। নাটকটি দেখতে হাজারো মানুষ উপস্থিত হয়।

















