শিগগিরই যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
শিগগিরই যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্দোলনের এ পর্যায়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার বেড়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় নেতাদের সাজার রায়ের প্রেক্ষাপটে এবার থানা-পুলিশ ও আদালতকেন্দ্রিক কর্মসূচি আসতে পারে।
এই কর্মসূচি হতে পারে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং আদালত চত্বরে অবস্থান। একই সঙ্গে কর্মসূচিতে পেশাজীবীদের সক্রিয় করার উপায় নিয়েও ভাবা হচ্ছে। নতুন করে যৌথ কর্মসূচি শুরুর লক্ষ্যে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা বিভিন্ন দল ও জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি। ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক হয়েছে। এসব বৈঠকে নেতাদের কাছ থেকে নতুন কর্মসূচির ব্যাপারে প্রস্তাব চাওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী পর্যায়ের আন্দোলনের কর্মকৌশলের বিষয়েও ধারণা নেয়া হচ্ছে।