শিগগিরই দেশের বাজারে আসছে ক্যান্সারের প্রতিষেধক ‘সাইরামজা’

- আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে দুরারোগ্য ব্যাধি- ক্যান্সারের প্রতিষেধক ‘সাইরামজা’। প্রখ্যাত ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান এলি লিলির এই ক্যান্সার প্রতিষেধক ‘সাইরামজা’ বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে বাংলাদেশের হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মরণব্যাধি ক্যান্সার প্রতিষেধক ওষুধটির উদ্বোধন করেন এলি লিলি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদিত সাইরামজা পাকস্থলী, ফুসফুস, যকৃত এবং বৃহদান্ত্র ক্যান্সার ছাড়াও দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া অ্যাডভান্স লেভেলের ক্যান্সারের সংক্রমণ প্রতিরোধে কার্যকরী। দেশের প্রখ্যাত ক্যান্সার চিকিৎসকরা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় সাইরামজার আর্বিভাবকে আশার আলো হিসেবে দেখছেন বলে জানান। বাংলাদেশের জন্য যা সুলভ মুল্যে দেয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।