শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, উত্তপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৬:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের পর উত্তপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। ফের সংঘর্ষের আশঙ্কায় বুধবার ক্লাস, পরীক্ষা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অপ্রীতিকার পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনকে দুষছেন ভাইস চ্যান্সলর।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় একদিকে বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা; অন্যদিকে স্থানীয়রা। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। ভাংচুর করা হয় দোকানপাট। ঘটনার সূত্রপাত, গত সোমবার। বিশ্ববিদ্যালয়ের অদূরের আমবটতলার একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে যান এক নারী শিক্ষার্থী। অভিযোগ, সার্ভিসিং সেন্টারটির দোকানদার তাকে উক্ত্যক্ত করেন। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঐ দোকানদারকে মারধর করেন। পরে দুপক্ষের মারধরকে কেন্দ্র করে ছাত্র-ব্যবসায়ীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
জড়িতদের শাস্তি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, নিরাপত্তার অভাববোধ করছেন তারা।
শিক্ষার্থীদের পাল্টা হামলা আতংকে বাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে-দাবি ব্যবসায়ীদের ।
এদিকে, ঘটনার সময় এসপিকে অবহিত করলেও অনেক দেরীতে ক্যাম্পাসে পুলিশ আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ভিসির।
সংঘর্ষের ঘটনায় উক্ত্যক্তকারী ব্যবসায়ী মুনায়েমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।






















