শিক্ষার্থীদের পরীক্ষায় শুধু ভাল ফলাফল করলেই হবে না সাথে ভাল মানুষ হয়ে গড়ে উঠতে হবে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
 - / ১৫৮৩ বার পড়া হয়েছে
 
শিক্ষার্থীদের পরীক্ষায় শুধু ভাল ফলাফল অর্জন করলেই হবে না– তার সাথে ভাল মানুষ হয়ে গড়ে উঠার আহ্বান জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার।
সকালে ঢাকার সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এসময় তিনি বলেন, করোনাকালীন সংকটে শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আগামী দিনগুলোতে পড়াশুনার প্রতি বেশি মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের। করোনার এই সময়ে কোমলমতি শিক্ষার্থীদের বাসায় পড়াশুনার পাশাপাশি সংস্কৃতির চর্চার কথা বলেন তিনি।
																			
																		














