শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার সমান সুযোগ সৃষ্টি করে শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলেও জানান তিনি। সকালে, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময়, দেশ ও জাতির জন্য কাজ করতে শিক্ষার্থীদের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হলেও, এবার করোনা সংক্রমণের কারনে ছিল ভিন্ন আয়োজন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, সরকারের নেয়া নানামুখী উদ্যোগে শিক্ষা খাতে সফলতা এসেছে। সকলের জন্য শিক্ষার সমান সুযোগ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিব
আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের হাল ধরবে মন্তব্য করে তাদের ভবিষ্যত নিরাপদ করতে সরকার সব করবে করবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, শুধু নিজেদের কথা চিন্তা না করে দেশের মানুষের কথাও ভাবতে হবে। চলমান বন্ধের এই সময়টি কাজে লাগাতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধানমন্ত্র
আত্মবিশ্বাসের জোরে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।