শিক্ষামন্ত্রীকে ডাবল মাস্ক পরে সিলেট যাওয়ার পরামর্শ কাজী ফিরোজ রশীদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রীকে ডাবল মাস্ক পরে সিলেট যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিরসনে এ পরামর্শ দেন তিনি। আজকের মধ্যেই উপাচার্যকে প্রত্যাহার করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে সহায়তা করার আহবানও জানান কাজী ফিরোজ রশীদ। এছাড়া, উপাচার্যের কড়া সমালোচনা করে একই দলের আরেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করতে না চাইলে সরকারের উচিত তাঁকে আজকেই অব্যাহতি দেয়া।