শিক্ষাকে আনন্দময় করে তোলা এবং শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে শিক্ষাক্রম পরিমার্জন করা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
শিক্ষাকে আনন্দময় করে তোলা এবং শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে শিক্ষাক্রম পরিমার্জন করা হচ্ছে। ২০২২ সালে শিক্ষাক্রম পাইলটিংয়ের পর ২০২৩ সাল থেকে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হবে।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখায়, দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজন না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের নুতন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষকরা। তারা এটাকে যুগউপযোগী বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, তাদের মতে এতে করে একাদশ শ্রেনীতে বিভাজন বুঝতে সমস্যা হবে।
২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রম বাস্তবায়ন সম্পন্ন হবে। উচ্চ মাধ্যমিকের শিক্ষাক্রম বাস্তবায়ন হবে ২০২৬ ও ২০২৭ সালে। পরিমার্জিত কারিকুলামের প্রস্তাবিত খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।