শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই তাৎক্ষণিক ব্যবস্থা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন অনিয়ম বা আপত্তিকর কিছু হলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
দুপুরে টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, টাঙ্গাইলের যে কয়েকটি কেন্দ্র রয়েছে প্রত্যেকটাই কেন্দ্রে সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়া হয়েছে । প্রথম ধাপ স্বচ্ছতার মাধ্যমেই হয়েছে। পরীক্ষায় জেলায় ২৩টি কেন্দ্রে ১৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।