শিক্ষক ও অবকাঠামো সংকটে বাহেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

- আপডেট সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
শিক্ষক ও অবকাঠামো সংকটে ময়মনসিংহের মুক্তাগাছার বাহেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরাতন জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। আর টিনশেডের শ্রেণি কক্ষ থাকলেও একদিকে অতিরিক্ত গরম অন্যদিকে বৃষ্টির পানি চুইয়ে পড়ে নষ্ট হচ্ছে বই খাতা। শিক্ষার্থীদের দুর্ভোগের কারনে দিন দিন কমছে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা। ১৫ বছর ধরে নেই স্থায়ী প্রধান শিক্ষক। প্রাথমিক শিক্ষা অফিস বলছে, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নে ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় বাহেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় গ্রামে এই বিদ্যালয়টি শিক্ষার একমাত্র বাতিঘর থাকলেও কালের বিবর্তনে প্রতিষ্ঠানটি ধুকছে নানান সংকটে।
বিদ্যালয়ের পাকা ভবনটি জরাজীর্ণ। খসে পড়ছে পলেস্তারা। পাশেই টিনশেডের শ্রেনী কক্ষে চলছে পাঠদান। টিনের গরমে অতিষ্ঠ শিক্ষার্থীরা। শুধু তাই নয়, বৃষ্টির পানি চুয়ে পড়ে নষ্ট হচ্ছে বই খাতা।
শুধু অবকাঠামো সমস্যা নয়, বিদ্যালয়টিতে রয়েছে শিক্ষক সংকটও। ১৫ বছর ধরে নেই স্থায়ী প্রধান শিক্ষক।
এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। দ্রুতই হবে সমস্যার সমাধান।
সংকট নিরসন করে বিদ্যালয়টির ইতিহাস, ঐতিহ্য রক্ষা এবং আবারো আলোকিত বিদ্যাপীঠে পরিণত হবে প্রতিষ্ঠানটি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।