শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

- আপডেট সময় : ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বেসরকারী শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে কলেজ ক্যাম্পাসে সমাবেশ করে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। সমাবেশ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অন্য মেডিকেল কলেজে শিক্ষার্থীদের স্থানান্তরেরও দাবি জানানো হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থী হোস্টেলে নিজের বইপত্র ও শীতের কাপড় নিতে গেলে কলেজের ব্যবস্থাপনা পরিচালক মুনীরুজ্জামান স্বাধীনের ভাই মিঠু ও টিটুসহ ২০/২২ জন মিলে হামলা চালায়। এতে ১০ শিক্ষার্থী আহত হয়।
নোয়াখালী সদর উপজেলার নুরু পাটোয়ারীর হাটে ব্যবসায়ী মোঃ সোহেল হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে নিহত মুদি দোকানদার সোহেলের বাবা আবুল কালাম অভিযোগ করেন, স্থানীয় সুদের কারবারি নূর মোহাম্মদ ও তার সহযোগীরা গত ৩ আগস্ট সকালে বাড়ির সামনে থেকে সোহেলকে তুলে নিয়ে হত্যা করে।
এদিকে, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা শাখা।