শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ২০৬৪ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনা টিকা দান কার্যক্রম। সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে এর উদ্বোধন করেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
রেজিস্ট্রেশন করে এখনো টিকা পাননি সেই শিক্ষার্থীরা ভ্যাক্সিনেশনের আওতায় আসবেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা শতভাগ নিশ্চিত করতে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান উপাচার্য। প্রথমদিন মাস্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে হতে ৩শ’ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। এরপর অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা টিকা পাবেন। টিকা নিতে শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আনার নির্দেশ দেয়া হয়েছে।