শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে উস্কে না দিতে আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে উস্কে না দিতে আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
আলোচনায় সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা প্রসঙ্গে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসিক দিক খেয়াল রেখে সমস্যার সমাধানের দিকে এগুতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেয়া না হয়। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি আরো বলেন, সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে এই সমস্যার সমাধান করা সম্ভব।