শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা।
দুপুরে উপাচার্য নিজ কার্যালয় থেকে বাসভবনে যাবার পথে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে, শিক্ষার্থীরা ধাওয়া করলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আশ্রয় নেন ভিসি। ওই ভবনের গেইট আটকে দিয়ে উপাচার্যকে ভিতরে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। সকালে প্রভোস্ট কমিটির পদত্যাগসহ ৩ দফা দাবিতে চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা আটকে দেয় শিক্ষক ও শিক্ষার্থীদের বাস। গতকাল রাতে শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। এ ঘটনায় এখনও থমথমে ক্যাম্পাস।