শাস্তি দিতে নয়, সতর্ক করতেই মার্কিন নিষেধাজ্ঞা : কৃষিমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
শাস্তি দিতে নয়, বাংলাদেশকে সতর্ক করতে যুক্তরাষ্ট্র রেব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাতের পর গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার দেখা করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দু’দেশের মধ্যে কৃষি বাণিজ্য অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখন ইউএস এর কৃষি পণ্যের ২৬তম বাজার।
এদিকে, নারায়নগঞ্জ নির্বাচন নিয়ে কৃষিমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে গেলেও ফলাফল মেনে নেবে আওয়ামী লীগ।
রেব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে বিদায়ী রাষ্ট্রদূত দেশে ফিরে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলবেন বলে জানান, ড. রাজ্জাক।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন কৃষিমন্ত্রী।