শাস্তির মুখে পড়তে পারেন মেসি

- আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১৬১০ বার পড়া হয়েছে
মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় শাস্তির মুখোমুখি হতে পারেন ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। আজ বুধবার (২৪ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত এমএলএস অল-স্টার বনাম লিগা এমএক্স অল-স্টারদের মধ্যকার ম্যাচে এ দুজনকে দেখা যায়নি।
ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ইন্টার মায়ামি আগেই এমএলএস কর্তৃপক্ষকে জানিয়েছিল যে মেসি ও আলবা ম্যাচে খেলবেন না। কিন্তু ক্লাবটি কোনো স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত নথি উপস্থাপন করেনি।
লিগের নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে চোট ছাড়া অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের পরবর্তী একটি লিগ ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে। ফলে শিগগিরই মেসি ও আলবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এমএলএস কর্তৃপক্ষ বা ইন্টার মায়ামি ক্লাব। তবে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দুই তারকার অনুপস্থিতি এবং তা ঘিরে প্রশাসনিক অস্পষ্টতা প্রশ্নের জন্ম দিয়েছে ফুটবল ভক্তদের মধ্যে।