শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ২২৮৭ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। এ বছর সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপ হয়েছে।
এর মধ্যে রাজধানীতে মণ্ডপ হয়েছে প্রায় ২৫০টি। বিজয়া দশমীতে সকালে দর্পণ বিসর্জনের পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। রাজধানীর অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গায়।

 
																			 
																		













