শাবিপ্রবির আন্দোলনেকে সমর্থন জানিয়েছে ছাত্রদল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শাবিপ্রবির আন্দোলনেকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সকালে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশে করে সংগঠনটি। ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন অভিযোগ করেন, যৌক্তিক দাবিতে আন্দোলনের সময় শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করে। গুলি চালালে অনেক শিক্ষার্থী আহত হয়। মামলাও করা হয় অনেকের বিরুদ্ধে। দ্রুত মামলা প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের দাবি জানান তারা। দাবি মানা না হলে সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে কঠোর আন্দোলনের ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নেতারা।