শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি : সারজিস আলম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দুপুরে নেত্রকোণা শহরের বড় বাজারে একটি রেস্টুরেন্টে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস এ কথা জানান।
তিনি বলেন, আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণয়কের ভূমিকায় থাকবে। এসময় সারজিস বর্তমান সরকারের বিষয় তুলে ধরে বলেন, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে, তারা ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তারা তাদের উচ্ছেদ করতে পারেনি। ফ্যাসিস্টরা অলরেডি পুনর্বাসিত।সারজিস আলম আরও বলেন, গণঅভ্যুত্থানের পর কয়েকজন ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু পুরো কাঠামো এখনো টিকে আছে। এসময় জেলার নাগরিক পার্টির সদস্যরা অংশ নেন।