শান্ত ও জয়ের পর মমিনুল-লিটনের ব্যাটে মাউন্ট মঙ্গানুই টেস্টে চালকের আসনে বাংলাদেশ

- আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
শান্ত ও জয়ের পর মমিনুল-লিটনের ব্যাটে মাউন্ট মঙ্গানুই টেস্টে চালকের আসনে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের লিড নিয়েছে টাইগাররা। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান।
তবে, দিনের শুরুটা হয়েছে বিপরীত। দ্বিতীয় দিন মাউন্ট মঙ্গানুইতে আলো ছড়ানো মাহমুদুল হাসান জয় এদিন ভালো শুরু এনে দিতে পারেননি দলকে। ৮ রান যোগ করে ৭৮ রানে ফিরেছেন জয়। ভরসার প্রতীক মুশফিকও ব্যর্থ এদিন। পঞ্চম উইকেটে লিটনের নান্দনিকতা ও মুমিনুলের দৃঢ়তায় প্রতিরোধ গড়ে বাংলাদেশ। ১৫৮ রানের জুটি মমিনুল-লিটনের। আশা জাগিয়েও সেঞ্চুরি পাননি এই দুই ব্যাটার। ৮৮ রানে ফিরেছেন মমিনুল, লিটন বন্দি ৮৬ ঘরে।দু’জনকেই ফেরান ট্রেন্ট বোল্ট। পরের সময়টায় টাইগারদের আর পা হরকাতে দেননি মিরাজ ও ইয়াসির আলী রাব্বি। এই দুইয়ের ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিন পার করে বাংলাদেশ। এর আগে, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলে ৩২৮ রান।