শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
- আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটির নির্বাচন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেব মহাপরিচালক বেনজীর আহমেদ। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণার প্রশংসা করে ভোটের আগে ও পরে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমনের কথাও জানান তিনি। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ এসব কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে রেবের নিরাপত্তা ব্যবস্থা জানাতে এই সংবাদ সম্মেলন।
ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পনার কথা তুলে ধরেন রেব মহাপরিচালক।
সুন্দর পরিবেশে নগরবাসীর ভোট দেয়ার স্বার্থে বহিরাগতদের ঢাকা ছাড়ার আহ্বানও জানান রেব ডিজি।
নির্বাচনকে কেন্দ্র করে অতীতে অগ্নিসন্ত্রাস চালানোয় ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে আগের তুলনায় রেবের সক্ষমতা বাড়ার কথাও স্মরণ করিয়ে দেন বেনজির আহমেদ।















