শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ মিলছে।
নারায়ণগঞ্জের সোনরাগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিপক্ষের বাধায় জাতীয় পার্টির এজেন্টরা কেন্দ্রে ঢুকতে পারেনি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানায়, জাতীয় পার্টির এজেন্টরা নিজ ইচ্ছায় কেন্দ্রে প্রবেশ করেননি। তাদের বাধা দেয়া হয়েছে এমন অভিযোগও পাওয়া যায়নি বলে জানান তিনি। এই কেন্দ্রে ৬টি বুথে ভোট গ্রহণ চলছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৪ জন চেয়ারম্যান পদে এবং ইউপি সদস্য হিসেবে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রে ভোট দিচ্ছেন ২ হাজার ৩৬১জন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী টহলে রয়েছে।