শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান নড়াইলে কবর দেয়া ৮ জনের পরিবারের সদস্যরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নড়াইল পানি উন্নয়নবোর্ড চত্বরে কবর দেয়া ৮ জনের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকালে নড়াইল পানি উন্নয়নবোর্ড চত্বরে গণকবরের সামনে মানববন্ধনে পরিবারের সদস্যরা এই দাবি জানান। এ সময় তারা অভিযোগ করেন, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের ভিতরে ১৯৭১ সালের ২০ জুলাই পাকিস্তানী হানাদার বাহিনী নির্যাতনের পর জীবন্ত কবর দেয় তুলারামপুর গ্রামের একই পরিবারের পাঁচ সদস্যসহ আটজনকে। নড়াইল মহাকুমার পিচ কমিটির চেয়ারম্যান রাজাকার সোলাইমানের সহযোগিতায় তাদেরকে হাত পা বেঁধে গুলি করে মাটি চাপা দেয়া হয় বলেও অভিযোগ করেন তারা।