শহরের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত নওগাঁ পৌরবাসী

- আপডেট সময় : ০৩:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
প্রথম শ্রেণির হলেও শহরের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত নওগাঁ পৌরবাসী। খানাখন্দে ভরা সরু রাস্তা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। নেই সুপেয় পানি। অধিকাংশ সড়কে জ্বলেনা সড়কবাতি। তবুও বাড়ছে পৌরকর। পৌর বাসিন্দারা অযৌক্তিক দাবি করলেও কর্তৃপক্ষ বলছেন, সুযোগ-সুবিধা বাড়াতেই বাড়ানো হচ্ছে পৌরকর।
নওগাঁ মহকুমার থেকে জেলায় উন্নীত হয় ১৯৮৪ সালে। এরপর পৌরসভা পেয়েছে প্রথম শ্রেণির মর্যাদা। তবুও উন্নতির ছোঁয়া লাগেনি এ শহরে।
সিএ অফিস, চুরিপট্টি, আলুপট্টি, কালিতলা সড়কসহ গুরুত্বপূর্ণ প্রায় ২০ সড়কই খানাখন্দে ভরা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে একটু বৃষ্টিতেই জমে পানি। নেই সুপ্রিয় পনির ব্যবস্থা। অধিকাংশ সড়কে জ্বলেনা সড়ক বাতি। এই ভোগান্তি দীর্ঘদিনের।
সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসীর উপর নতুন করে বাড়ছে পৌরকর। যা মানতে পারছেন না স্থানীয়রা।
পৌর প্রশাসক বলছেন, সুযোগ সুবিধা বাড়াতে অর্থের প্রয়োজন। তাই বৃদ্ধি করা হচ্ছে পৌরকর।
পৌরকর বৃদ্ধি ছাড়াই দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান হবে, ভোগান্তি থেকে মুক্তি পাবে নওগাঁবাসী। এমনটিই প্রত্যাশা সকলের।