শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুতে বসলো ২৭তম স্প্যান

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুতে বসলো ২৭তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মাসেতুর ৪০ হাজার ৫০ মিটার।
শরীয়তপুরের জাজিরা প্রান্তে সকাল সোয়া ৯টার দিকে ২৭ ও ২৮ নম্বর পিলারে ৫-সি আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুল কাদের জানান, মার্চের বিকেলের দিকে নদীর আবহাওয়া খারাপ থাকে। তাই স্প্যান বসানোর জন্য দু’দিন করে সময় ধরা হয়েছে। একদিনে স্প্যান পিলারের কাছে নেয়া হবে। পরদিন পিলারে বসানো হবে। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৪১টি পিলারের কাজ শেষ হয়েছে। সবশেষ পিলারের কাজ চলছে, আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে। আর পদ্মা সেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৭টি বসানো হয়েছে।