শরণার্থীরা কোনোভাবেই জন্ম নিবন্ধন পাবে না : এলজিআরডি মন্ত্রী

- আপডেট সময় : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শরণার্থীরা কোনোভাবেই যাতে জন্ম নিবন্ধন করতে না পারে সে জন্য মাঠ পর্যায়ের সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে জনস্বাস্থ্য-প্রকৌশল অধিদফতরে ‘জন্ম-মৃত্যু নিবন্ধন’ দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের জন্য রেজিস্টার জেনারেলের অফিস কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। ব্যবহার করতে হবে ভালো মানের সফটওয়্যার।এসময় কাউন্সিলরদের হাতে জন্ম ও মৃত্যু সনদ প্রদানের ক্ষমতা দেয়ার দাবি জানান মেয়ররা।
দেশে বর্তমানে রোহিঙ্গা শরনার্থীর সংখ্যা ১০ লাখেরও বেশি। প্রতি বছর জন্ম নিচ্ছে কয়েক হাজার শিশু। একটি অসাধু চক্রের মাধ্যমে ইতোমধ্যে রোহিঙ্গার নিচ্ছে জন্ম নিবন্ধন। এতে বাংলাদেশে মূল জনগোষ্ঠির সাথে মিসে যাচ্ছে রোহিঙ্গারা।
জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে অনৈতিকভাবে রোহিঙ্গা শরনার্থীদের জন্ম নিবন্ধন বন্ধ করতে সরকারের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, আইনের সুযোগে দালাল চক্র সুযোগ নেয়। শরণার্থীদের জন্মনিবন্ধন সংবিধান পরিপন্থি।
আর ঢাকা উত্তর মেয়র বলেন, মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিতে হবে। দালালের দৌরাত্ম কমাতে মাঠ পর্যায়ে সিটি কর্পোরেশনের কর্মীরা তৎপর রয়েছে বলেও জানান তিনি।
জন্ম নিবন্ধনের জন্য নাগারিকদের হয়রানি বন্ধের আহ্বান জানান বক্তারা।