শব্দ দূষণে মৌলভীবাজারের লাউয়া ছড়ায় হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণীর আবাসস্থল

- আপডেট সময় : ০২:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
শব্দ দূষণে মৌলভীবাজারের লাউয়া ছড়ায় হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণীর আবাসস্থল। মাত্রাতিরিক্ত দুষণে আতংকিত হয়ে প্রাণীগুলো চলে আসছে লোকালয়ে। পরিবেশবাদিরা বলছেন, অচিরেই এ সব বন্ধ না করলে অস্তিত্ব হারাবে লাউয়াছড়া ।
মৌলভীবাজারের জাতীয় উদ্যোন লাউয়াছড়ার ভেতর দিয়ে বিকট শব্দে চলছে ট্রেন ও যানবাহন।চলছে মাইক বাজিয়ে গান-বাজনা।প্রতিনিয়ত ট্রেন ও যানবাহনের নিচে চাপা পড়ে মারা যাচ্ছে বহু বন্যপ্রাণী।১২’শ ৫০ হেক্টর আয়তনের লাউয়াছড়া জাতীয় উদ্যানকে ১৯৯৬ সালে বন্যপ্রাণীর নিরাপদস্থল হিসেবে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হলেও তা বাস্তবায়িত হয়নি।
লাউয়াছড়ার ভেতরের রেল ও সড়ক পথ বন্যপ্রাণীর জন্য হুমকি বলে জানালেন এই বন কর্মকর্তা।
বন বিভাগের কর্মকর্তারা উচ্চ শব্দে মাইক বাজিয়ে বন্যপ্রাণীগুলো বনে থাকার পরিবেশ বিনষ্ট করছে বলে অভিযোগ করলেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ।
বন বিভাগের হিসেবে , সাম্প্রতি ট্রেনের নিচে কাটা পড়ে ও সড়কে গাড়ি চাপায় ১৫৫ টি বন্যপ্রাণী মারা গেছে। তবে বন্য প্রাণীর বসবাসে কোনো ধরনের বিপত্তি ঘটালে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান সহকারী বন সংরক্ষক এই কর্মকর্তা।
গেলো এক বছরে বন ছেড়ে লোকালয়ে গিয়ে ধরা পড়েছে বানরসহ বিভিন্ন প্রজাতির সাপ ও অজগরসহ ৭৫টি বন্য প্রাণী।