শনিবার সকালে ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ায় এবার কিছুটা আগেভাগেই বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার সকালে ঢাকায় পা রাখবে তারা।
তবে, এখনই আসছেন না দুই অভিজ্ঞ ক্রিকেটার- অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। ছুটি কাটিয়ে দু’দিন পর বাংলাদেশে আসবেন তারা। আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ছিলো পাকিস্তান দলের। কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায়, সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকা সফর নিশ্চিত করেছে পিসিবি। ১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পরে দুই ম্যাচের টেস্ট সিরিজের মুখোমুখি হবে দু’দল। এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান। স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।