শনিবার থেকেই মাঠে ফিরছে জার্মান শীর্ষ লিগ বুন্ডেসলিগা

- আপডেট সময় : ০৫:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দুই মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর শনিবার থেকেই মাঠে ফিরছে জার্মান শীর্ষ লিগ বুন্ডেসলিগা। ক্লাবগুলোও প্রস্তুত। বিদেশি খেলোয়াড়ের ছড়াছড়ি থাকলেও এ লিগে বেশির খেলোয়াড় জার্মানিরই। তাই স্বাভাবিকভাবে শিষ্যদের খোঁজ-খবর রাখতে মাঠে বসে খেলা দেখতে চান কোচ জোয়াকিম লো। কিন্তু স্টেডিয়ামে যাওয়ারই তার অনুমতি নেই।
জার্মানির শীর্ষস্থানীয় গণমাধ্যম বিল্ড আরো জানিয়েছে, খেলা চলাকালীন জার্মান খেলোয়াড়দের কাছাকাছি যাওয়াই নিষিদ্ধ লোর। করোনাভাইরাসের কারণে মার্চ থেকেই খেলা বন্ধ জার্মানিতে। করোনার প্রাদুর্ভাব কিছুটা কমায় লিগ শুরুর ঝুঁকি নিয়েছে কর্তৃপক্ষ। তবে বাড়তি ঝুঁকি এড়াতে মাঠে থাকছে না কোনো দর্শক। ক্লাবগুলোকে স্বাস্থ্যবিধি বিষয়ক নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন জার্মান ফুটবল লিগ ডিএফএলের প্রধান নির্বাহী সেইফের্ট। খেলোয়াড়, কোচিং স্টাফ, নিরাপত্তা কর্মী- সব মিলিয়ে স্টেডিয়ামে সর্বোচ্চ ৩০০ জন থাকতে পারবেন। এ তালিকায় নাম নেই জার্মান কোচের। টিভিতেই শিষ্যদের খেলা দেখে যাচাই করতে হবে তাকে।
ঝুঁকি এড়াতে ডিএফএল বেশ কড়াকড়ি নিয়ম করেছে। সব ক্লাবকে ৫১ পৃষ্ঠার একটি নির্দেশিকা দিয়েছে। এতে বলা হয়েছে সপ্তাহে অন্তত দুই বার সকল খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষা করা আবশ্যক। ম্যাচের সময় কয়েকটি বাসে ভাগ হয়ে খেলোয়াড়দের মাঠে আসতে হবে। সাইডবেঞ্চে যারা থাকবেন, সবার মাস্ক থাকতেই হবে। ম্যাচের আগে হাত মেলানো, ফটোসেশন বন্ধ।