শত কোটি টাকার সম্পত্তি দখলের মূল আসামী যুবলীগ নেতা আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে একটি পরিবারের প্রায় শত কোটি টাকার সম্পত্তি দখল চেষ্টার মূলহোতা কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকেলের দিকে সদর উপজেলার লাহিনী এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, গত দু’দিন ধরে সুজনকে আটক অভিযান চালাচ্ছিল পুলিশ। আটক এড়াতে সুজন আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ জানায়, সুজন শহরের বড় বাজার এলাকার বেঙ্গল হার্ডওয়্যারের মালিক মহিবুল ইসলামসহ কয়েকজনের সাথে যোগসাজশে শহরের এন এস রোডের বাসিন্দা মৃত হাকিমের ছেলে ওয়াদুদের পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে তাদের নামে ভুয়া এনআইডি কার্ড তৈরি করে দখলের চেষ্টা করেন।