শঙ্কাই সত্যি,স্থগিত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

- আপডেট সময় : ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অবশেষে শঙ্কাই সত্যি হলো। স্থগিত হয়ে গেলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। আগামী জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অসিদের। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সমঝোতার ভিত্তিতে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
আসন্ন সফরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলার কথা ছিল দুই দলের। যা বাতিল হলো করোনাভাইরিসের কারণে। তবে যেহেতু এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়, তাই স্থগিত হলেও, বাতিল করার সম্ভাবনা নেই। দুই বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে ভবিষ্যতে আবারও নতুন সূচি তৈরি করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিরিজটি স্থগিত হওয়া নিঃসন্দেহে সকলের জন্য হতাশাজনক। তবে সার্বিক পরিস্থিতির বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, সফরটি স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস।