শক্তিশালী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কোথায় হারালো?

- আপডেট সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
শক্তিশালী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কোথায় হারালো? মিরপুরের মতো উইকেটে পেয়েও ছন্নছাড়া টাইগাররা। অথচ বিশ্বকাপ মঞ্চে থেকে ব্যাট আর ব্যাটিংয়ের লড়াইয়ের চাইতে বাকযুদ্ধ জমেছে বেশি। সেখানে সামিল অনেকেই। আরব আমিরাত থেকে নূর উদ্দিন খানের প্রতিবেদন।
হতাশা, বিষন্নতা, ছন্নছাড়া যে শব্দই বলেন না কেনো সব মিলে যায় বাংলাদেশের ক্রিকেট দলের সাথে। আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার মতো দল যেখানে বিশ্বকাপে আলো ছড়াচ্ছে। আর মাঠের লড়াইয়ে ধুঁকছে যেন মাহমুদউল্লাহর দল। পুরো টুর্নামেন্টেই রংহীন সবুজ-লালের বাংলাদেশ।
পুরো ম্যাচেই ছন্নছাড়া এক বাংলাদেশ দেখলো বিশ্ববাসী। বিষ ফোঁড়া যেন ফিল্ডিং। এমন কন্ডিশনে আইপিএল মাতানো সাকিব ও মুস্তাফিজও কাগুজে বাঘ। টানা হার আর ইনজুরি…. একের পর এক ক্রিকেটার ছিটকে পড়েছে দল থেকে। অবস্থা এমন…. ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
অথচ এই স্কোয়াডই ঘরের মাটিতে টানা দুই সিরিজ জিতেছে অজি আর কিউই’র বিপক্ষে। কোথায় টাইগারদের সেই আত্ম বিশ্বাস। কেমনে মিলবে এই প্রশ্নের জবাব?
অথচ মাঠ ও মাঠে বাইরে আলোচনা সমালোচনা তুড়ি ফুটছে। জয় পরাজয় ছাপিয়ে ব্যক্তিগত রেষারেষিতে মেতেছেন ক্রিকেটার ও বিসিবি’র উর্ধতন কর্মকর্তারা। যা মেনে নেয়নি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা।
আগামী দু’বছরের টানা দুটি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় টি-২০ আর ভারতে ওয়ানডে বিশ্বকাপ। সে কারণেই বাকযুদ্ধ বন্ধ করে দেশ ও জাতির সম্মানে প্রয়োজন প্রস্তুতির।