লড়াইয়ে হেরে গেলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার নরম্যান হান্টার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার নরম্যান হান্টার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
ক্লাব ফুটবলে হান্টার ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেন লিডস ইউনাইটেডের হয়ে। ইংলিশ ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে হান্টারের মৃত্যুর খবর নিশ্চিত করে। তার বয়স হয়েছিল ৭৬ বছর। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ১০ এপ্রিল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হান্টার ১৯৬৫ থেকে ১৯৭৪ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেন ২৮ ম্যাচ। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ছিলেন তিনি। লিডস ইউনাইটেডের হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে তিনি খেলেন ৭২৬ ম্যাচ। দুটি লিগ শিরোপা জয়ের পাশাপাশি খেলেন ১৯৭৫ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে, যেখানে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তার দল।