লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৬১ বার পড়া হয়েছে
লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। ভোর ৫টায় তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ
করে।
এর আগে, তারা বেনগাজির গানফুদায় একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে বিপদগ্রস্ত ১৫১ বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’এর সহযোগিতায় লিবিয়ার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে দেশে পাঠানোর ব্যবস্থা করে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসান মোহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশি অভিবাসীদের বেনগাজির বেনিনা বিমানবন্দরে বিদায় জানান।