লিটন দাসের সেঞ্চুরির পরও ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ
- আপডেট সময় : ০১:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
লিটন দাসের সেঞ্চুরির পরও ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইনিংস ও ১১৭ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ২৭৮ রানে।
ফলো অনে পড়ে ৩৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান ইসলাম ও নাঈম শেখ। ২১ রানে সাদমান আর ২৪ করে ফিরেন নাঈম। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি শান্ত, মমিনুল ও নুরুল হাসান সোহান। তবে, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন লিটন দাস। কিন্তু দলের ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেননি। ১০২ করে আউট হন লিটন, ভেঙ্গে পড়ে প্রতিরোধের দেয়াল। ৪ উইকেট নিয়ে বাংলাদেশ ইনিংসে ধস নামান কাইল জেমিসন। ৩ উইকেট নেন নেইল ওয়াগনার। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে মাত্র ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছিলো মমিনুলের দল।





















