লিওনেল মেসির অ্যাসিস্টে করা হ্যাটট্রিক গোলে জয় পেয়েছে পিএসজি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগে… লিওনেল মেসির অ্যাসিস্টে করা হ্যাটট্রিক গোলে জয় পেয়েছে পিএসজি। সার্জিও রামোসের অভিষেক লিগ ওয়ানের সেত এতিয়েনকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।
ম্যাচের শুরুতেই নেইমারের করা গোল বাতিল হয় অফসাইডে। পাল্টা আক্রমণে ম্যাচের ২৩ মিনিটে জোরালো শটে এতিয়েনকে লিড এনে দেন দেনিস বুয়াঙ্গা। শুরুতে অফ-সাইডের বাঁশি বাজালেও ভিএআরে বদলায় রেফারির সিদ্ধান্ত। প্রথমার্ধের শেষদিকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এমবাপ্পে। প্লেসিং শটে পিএসজিকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এরপর ইনজুরি আক্রান্ত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।