লা লিগায় দুঃস্বপ্নের রাত কাটালো দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
লা লিগায় দুঃস্বপ্নের রাত কাটালো দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।
দীর্ঘ একদশক পর লিগ ম্যাচে বার্সেলোনাকে হারালো অ্যাতলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে রোজি ব্ল্যাঙ্কোদের জয়ের ব্যবধান ১-০ গোলের। অ্যাতলেটিকোর কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর, লা লিগার ম্যাচে এই প্রথম বার্সাকে হারানোর অভিজ্ঞতা হলো কোচ দিয়েগো সিমিওনের। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো। ১১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে ১০ম স্থানে। এদিকে, ভিয়ারিয়ালের মাঠ থেকে কোনোমতে ১-১ গোলে ড্র করে ফিরতে পেরেছে জিদানের দল। তবে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছে বার্সা। ম্যাচের শুরু থেকে এটাকিং ফুটবলে বার্সাকে কোনঠাসা কোরতে থাকে স্বাগতিক আতলেতিকো। বেশ কয়েকটা সুযোগ তৈরি কোরতে পারলেও হচ্ছিল না সফল ফিনিশিং।