লা লিগায় আবারও বড় জয় পেয়েছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
লা লিগায় আবারও বড় জয় পেয়েছে বার্সেলোনা। হোম ম্যাচে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটা। এই জয়ে লিগ ও ইউরোপা মিলে টানা ১১ ম্যাচে অপরাজিত জাভি হার্নান্দেসের দল।
ঘরের মাঠে শুরু থেকেই ওসাসুনার উপড় চড়াও হয় বার্সা। গোল পেতেও সময় লাগেনি তাদের। ম্যাচের ১৫ মিনিট ফেরান তোরেসের পেনাল্টিতে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। ২১ মিনিটে দেম্বেলের পাসে নিজেদের দ্বিতীয় আর দলের ব্যবধান বাড়ান তোরেস। ৩০ মিনিটে স্কোর লাইন ৩-০ করে বার্সেলোনা। স্কোরশিটে নাম তোলেন অউবামেয়াং। আর ৭৫ মিনিটে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন রিকি পুস। এদিকে, ফেঞ্চ লিগে জিতেছে পিএসজি। বোর্দোকে ৩-০ গোলে হারিয়েছে মেসি, নেইমার, এমবাপ্পেরা। মেসি গোল না পেলেও পিএসজিকে বড় জয় এনে দেন এমবাপ্পে, নেইমার ও পেরেদেস।










