লায়ন মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৭০৮ বার পড়া হয়েছে
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের সেক্রেটারি লায়ন মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ জানান, এরপর থেকে মুজিবর রহমান পলাতক আছেন। অভিযোগে বলা হয়, ট্রাস্টিবোর্ডের সেক্রেটারী থাকার সুযোগে একচ্ছত্র ক্ষমতার ব্যবহার করেছেন। পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করতে চেয়েছিল। এখন বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কক্সবাজারের শিক্ষাবিদদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান এবং সেক্রেটারির মধ্যে বিরোধ নিয়ে এখন বেশ কয়েকটি পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে।