লাহোরে তুষারপাত হতে পারে কিন্তু পাকিস্তান-ভারত ক্রিকেট ম্যাচ, কখনোই নয়

- আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
অদূর ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজনের সম্ভাবনা নাকচ করে, ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন, ‘লাহোরে তুষারপাত হতে পারে কিন্তু পাকিস্তান-ভারত ক্রিকেট ম্যাচ, কখনোই নয়।’ গাভাস্কারের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন, পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আকতার। বলেন, কোনো কিছুই অসম্ভব নয়।
টুইটারে লাহোরের তুষারপাতের একটি ছবি আপলোড করে শোয়েব আখতার বলেছেন, ‘গত বছর লাহোরে তুষারপাত হয়েছিল; তার মানে কোনো কিছুই অসম্ভব নয়।’ করোনার পরিস্থিতি মোকাবেলায় তহবিল গঠনের জন্য ভারত-পাকিস্তান চ্যারিটি ম্যাচের প্রস্তাব দেন শোয়েব। তাৎক্ষনিক তা নাচক করেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। এরপর প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন গাভাস্কার। সুনীল বলেন, কোনো নিরপেক্ষ ভেন্যুতেও দু’দেশের ম্যাচ হওয়ার সুযোগ নেই।একমাত্র বিশ্বকাপ এবং আইসিসির প্রতিযোগিতার মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে। সবশেষ ২০০৭ সালে দ্বিপাক্ষিক কোনো সিরিজে টেস্ট ম্যাচ খেলেছিল ভারত ও পাকিস্তান। মুম্বাই হোটেলে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে নিজেদের বিরত রেখেছে ভারত।