লাল শাপলায় ঢাকা বিল উপভোগ করতে পর্যটকদের ভিড়

- আপডেট সময় : ০৮:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খানাখন্দে ভরা ২৫ কিলোমিটার সড়কের দুর্ভোগ শেষে যখন লাল শাপলায় ঢাকা বিল চোখে পড়ে তখন সকল ক্লান্তি শেষ হয়ে যায় পর্যটকদের। এরপর নৌকায় চেপে শাপলার ভিড়ে হারিয়ে যায় তারা। এভাবে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বরিশালের উজিরপুর উপজেলার সাতলার বিলে আসা পর্যকটকরা শাপলার সৌন্দর্য উপভোগ করছেন। কিন্তু ফিরে যাওয়ার সময় একই দুর্ভোগ তাদের সবচেয়ে বেশী ব্যথিত করে। নেই পর্যটকদের সামান্যতম সুযোগ-সুবিধা।
এক সময় এ সাতলার বিল ছিল গ্রামবাসীর আয়ের উৎস। সেখান থেকে শাপলা তুলে হাট-বাজারে বিক্রি করা হতো। ধীরে ধীরে শাপলার সৌন্দর্য্য দেশ থেকে বিদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুরু হয় পর্যটকদের আনাগোনা। প্রতিদিন কয়েকশ’পর্যটক ভিড় করেন এখানে। বন্ধের দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। ব্যক্তি উদ্যোগে দেয়া নৌকায় চড়ে দিনব্যাপী শাপলা বিলের সৌন্দর্য্য উপভোগ করেন পর্যটকরা।
কিন্তু এখানে পর্যটকদের গাড়ি রাখাসহ বিশ্রাম বা বসার কোন ব্যবস্থা নেই। নেই ওয়াশ রুম। নেই ভালো কোন হোটেল। এমনকি যে স্থান থেকে নৌকায় উঠবে তাও কাঠ দিয়ে কোনভাবে তৈরী। এ জন্য পর্যটকদের সমস্যায়ও পড়তে হয়।
যত দ্রুত সম্ভব শাপলা বিল এলাকাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে এর সুযোগ-সুবিধা দিতে সরকারের নিকট দাবি তুলেছেন পর্যটকরা।
প্রাকৃতিকভাবে ২শ’ একর জমির ওপর গড়ে ওঠা এই শাপলার বিলে সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শাপলা থাকে। ওই সময় পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এলাকা।