লালমনিরহাট রেলওয়ে বিভাগের উদ্যোগে সচেতনতা মূলক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে লালমনিরহাট রেলওয়ে বিভাগের উদ্যোগে সচেতনতা মূলক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় রেল বিভাগের কর্মকর্তারা বিভিন্ন রেলক্রসিংয়ে ট্রেন থামিয়ে স্থানীয় জনগনের মাঝে লিফলেট বিতরণ ও পোস্টার লাগান। একইসংগে জনগণকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনের বিধান সম্পর্কে জানান। পাশাপশি পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দিতে সহায়তা কামনা করেন। প্রচারাভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সফী নুর মোহাম্মদ, বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট খালেদুন্নেছা, রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলামসহ লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মকর্তারা।