লালমনিরহাটে ধর্মীয় অবমাননার কথিত অভিযোগের কোনও প্রমাণ পায়নি জেলা প্রশাসনের তদন্ত কমিটি

- আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
লালমনিরহাটে ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ঘটনায় কোরআন অবমাননার কোনও প্রমাণ পায়নি জেলা প্রশাসনের তদন্ত কমিটি। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি সকালে তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানান জেলা প্রশাসক আবু জাফর।
এর আগে গেল ২৯ অক্টোবর নৃশংস এ ঘটনার পরদিন ৩০ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম এবং ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শহিদুল ইসলাম। কমিটির তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় বর্ধিত করে। অবশেষে ৯ কার্যদিবস পর সকালে জেলা প্রশাসকের কাছে ৭৩ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে কমিটি। প্রতিবেদনে বলা হয় কোরআন অবমাননা নয়, মানসিক ভারসাম্যহীন জুয়েল বাদানুবাদে জড়ান। সেখান থেকেই ঘটনার উত্পত্তি।এতে ধর্মান্ধ উগ্রবাদীরা সুযোগ নিয়েছে।