লালমনিরহাটে জুয়েল হত্যার মামলায় আরো একজনসহ ৩৪ আসামী গ্রেফতার

- আপডেট সময় : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৬৩০ বার পড়া হয়েছে
লালমনিরহাটে ধর্মীয় অবমাননার অভিযোগে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে তিন মামলায় মোট ৩৪ আসামী গ্রেফতার হয়েছে।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, গেলরাতে অভিযান চালিয়ে হেলাল উদ্দিন নামের হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে, হত্যা মামলার অন্যতম আসামী মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে দুপুরে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমলী আদালত-৩ এর বিচারক বেগম ফেরদৌসী বেগম। অন্যদিকে শনিবার সন্ধ্যায় একই আদালতে পাঁচ দিনের রিমান্ডে থাকা হত্যা মামলার প্রধান আসামী আবুল হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গেল ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে নৃসংশ এ ঘটনা ঘটানো হয়।