লালমনিরহাটে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেফতার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
 - / ১৬০২ বার পড়া হয়েছে
 
লালমনিরহাটে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে তিন মামলায় মোট আটত্রিশ আসামীকে গ্রেফতার হলো।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, গেলো রাতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক ও জিএম মানিক নামের দুই জনকে গ্রেফতার করা হয়। গেলো ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন সহিদুন্নবী জুয়েলকে প্রথমে হত্যার পর পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করে আসামীরা। ঘটনার পর পাটগ্রাম থানায় হত্যাসহ মোট তিনটি মামলায় ১১৪ জনকে আসামী করা হয়। প্রধান আসামীসহ বারোজনকে পুলিশ রিমান্ডে নেয়া হয়। প্রধান আসামীসহ চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে আদালতে।
																			
																		















