লালমনিরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আর্মি এভিয়েশন স্কুল
- আপডেট সময় : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ালমনিরহাটে বঙ্গবন্ধু এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটির পর এবার আর্মি এভিয়েশন স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।
দুপুরে লালমনিরহাট সেনানিবাসে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আর্মি এভিয়েশন স্কুলের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, পিএসসি। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। ২০১২ সালে আর্মি এভিয়েশন গ্রুপের অঙ্গ সংগঠন হিসেবে ঢাকায় প্রথম আর্মি এভিয়েশন স্কুল প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সকল বৈমানিক, প্রকৌশলী এবং বিমান ক্রু এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিত। আধুনিকায়নের সাথে তাল মেলাতে এবং সেনাবাহিনীর বিমান ও হেলিকপ্টারের সংখ্যা বাড়ার সাথে সাথে বর্তমানে প্রশিক্ষণের প্রয়োজনীতা বৃদ্ধি পাওয়ায় স্কুলটি ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর করে নতুন ও আধুনিক অবকাঠামো তৈরি করা হয়। এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন সক্ষমতা আরো একধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেন সেনাপ্রধান।
















